ফায়ার ব্রিগেডে সেন্ট্রি ডিউটি বলতে কী বোঝায় | Sentry Duty Meaning in Fire Brigade

প্রত্যেকটি ফায়ারম্যান কে যে সমস্ত ডিউটি করতে হয় সেন্ট্রি ডিউটি তার মধ্যে একটি। সেন্ট্রি অর্থাৎ প্রহরী বা রক্ষাকর্তা। প্রত্যেকটি ফায়ারম্যান কে বড় ফায়ার স্ট্রেশন হলে সপ্তাহে একদিন এবং ছোট ফায়ার স্ট্রেশন হলে প্রত্যেকদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য সেন্ট্রি ডিউটি করতে হয়।



সেন্ট্রি ডিউটি / Sentry Duty


Sentry duty in fire brigade

সেন্ট্রি ডিউটি চলাকালীন ফায়ার ম্যান বা সেন্ট্রিকে রাত হোক বা দিন সজাগ থাকতে হয়। এই নির্দিষ্ট সময়ে ফায়ার স্টেশনে যা কিছু হোক না কেন সেন্ট্রিকে সে বিষয়ে অবগত থাকতে হয়। সেটি স্টেশনে কোন গাড়ির প্রবেশ হোক কিংবা কোন ব্যক্তির বা কোন জিনিসের।


কোন গাড়ি কটার সময় ফায়ার কলে গেছে, কটার সময় সেটি ফেরত এলো ইত্যাদি দেখতে হয়। ছোট স্টেশনে টেলিফোনের দায়িত্বও সেন্ট্রির থাকে। যদি টেলিফোন মারফত কোন ফায়ার কল থাকে তাহলে যিনি ফোন করেছে তার নাম, ফোন নাম্বার, যেখানে আগুন লেগেছে সেখানকার ঠিকানা ও ল্যান্ডমার্ক ইত্যাদি নোট করে ফায়ার বেল দিতে হয়।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন