Westbengal Fire Brigade Logo & Motto

ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেড এর বর্তমান ডিজিদমকল মন্ত্রীর ব্যাপারে আগেই জেনেছি আজকের আলোচনার বিষয়বস্তু ফায়ার কি , ফায়ার কথার অর্থ কি, পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের মোটো ও লোগো কি

ফায়ার কি (আগুন কি) ?

FIRE এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন (Chemical reaction), যা কিনা FUEL (ইন্ধন) পর্যাপ্ত পরিমাণ HEAT (উত্তাপ) এবং OXYGEN (অক্সিজেন) এর ফলে সংগঠিত হয় তখন ওই সময় যে পরিমাণ HEAT এবং LIGHT এর উৎপন্ন হয়া তাকে ফায়ার বলে



What Does FIRE Stand For In Fire Safety ?

ফায়ার শব্দটি চারটি অক্ষর (charecter) নিয়ে গঠিত প্রত্যেকটি অক্ষরের একটি নির্দিষ্ট আক্ষরিক অর্থ আছে যা কিনা ব্যক্তি সাধারণকে বুঝতে সাহায্য করে আগুন লাগলে কি করনীয় তাদের নিম্নে what is fire stand for দেওয়া হল


FIRE full form :

F - (FIND) খোঁজ বা সন্ধান : আগুনের খবর পেলেই খোঁজ করুন কোথায় লেগেছে? কি ধরনের আগুন? এবং আগুনের প্রকোপ কেমন?


I - (INFORM) জানান বা খবর দেওয়া : যদি দেখেন এটি একটি বড় ধরনের আগুন সঙ্গে সঙ্গে পাশাপাশি বসবাসকারী কে সতর্ক করুন এবং দমকলে (Firebrigate) ফোন করুন


R - (RESCUE) উদ্ধার : যদি দেখেন কেউ আটকে পড়ে আছে যত শীঘ্র সম্ভব তাদেরকে উদ্ধার করুন


E - (EVACUATE) খালি করা : এবং আগুন লাগার স্থান তার পার্শ্ববর্তী স্থান খালি করে দিন এবং দমকলের (Firebrigade) আসা পর্যন্ত অপেক্ষা করুন


What Is The Motto Of Fire Service?


প্রত্যেকটি ডিপার্টমেন্টের একটি নির্দিষ্ট motto আছে। যার ভিত্তিতে সেই ডিপার্টমেন্ট কার্য সম্পাদন করে থাকে যেমন West Bengal Police (WBP) এর motto 'We Care We Dare' তেমনি National Cadet Corps এর 'Unity And Discipline'


ঠিক তেমনি West Bengal Fire And Emergency Services এর motto 'We Serve To Save'. We Serve to Save লেখাটি আমরা Westbengal Fire Brigade এর Logo তেও দেখতে পাই এক কথায় এটিই হল Motto of fire service or motto of fire fighters.


What Is West Bengal Fire Department Logo?


Symbol of west bengal fire service এর কথা যদি বলা হয় তাহলে সাধারণত রং এবং আকার অনুসারে দুই ধরনের Logo আমরা দেখতে পাই। 

fire service logo
Fire Service Logo West bengal


We Serve To Save লেখার উপর ধানের দুটি শিষ এবং তার উপর দুটি কুড়াল একটি হেলমেট  এবং সর্বশেষে অশোক স্তম্ভ নিয়ে গঠিত west bengal fire and emergency services logo.


এবং অন্যটি ঠিক এরকম দেখতে
Westbengal Fire Department logo
Westbengal Fire Department logo

What Is West Bengal Fire Service Official Website?


বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটি হল www.wbfes.gov.in এটি দ্বারা আপনি ফায়ার সম্বন্ধিত বিভিন্ন রকম আবেদন করতে পারবেন যেমন ...

  •  Application for fire safety recommendation
  •  Application for revision of fire safety recommendation
  •  Application for fire safety certificate
  •  Application for grant of fire license
  •  Application for renewal of grant of fire license
  •  Application for grant of fire crackers selling license
  •  Application for renewal of grant of fire crackers selling license

যেটা কিনা আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের e-District ওয়েবসায়টে redirect (নিয়ে যাবে) করবে
West Bengal Fire And Emergency Services এর official website টি Fire Brigade Official Website নামেও পরিচিত


Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন