About Us

WB FIRE BRIGADE পশ্চিমবঙ্গের প্রথম ফায়ার ফাইটার্স ও জনগণের উদ্দেশ্যে নির্মিত একমাত্র বাংলা ওয়েবসাইট। বাংলা ও বাঙালির গর্ব Wb Fire Brigade, যেখানে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস সম্পর্কে থাকবে বহু অজানা, ভুলে যাওয়া তথ্য। 


WB FIRE BRIGADE এর ইতিহাস


১৪ ই মার্চ ২০২১ সালে ইহা  Wb Fire Brigate নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে সাধারণ মানুষের স্বার্থে  ইহার নাম পরিবর্তন করে রাখা হয় WB FIRE BRIGADE, পূর্বে ইহাতে পরিবেশিত তথ্য এবং বর্তমানে WB FIRE BRIGADE এর তথ্য অনেকটা এক মনে হলেও হতে পারে। তবে সমস্ত তথ্যের প্রকৃত ও একমাত্র অধিকারী https://www.wbfirebrigade.in



ইহা দ্বারা কারা উপকৃত হবেন?


WB FIRE BRIGADE হচ্ছে এমন এক ডিজিটাল মাধ্যম যা আপনাকে West Bengal Fire And Emergency Services সম্পর্কে জানতে সাহায্য করবে। যদি আপনি Westbengal Fire and Emergency Services এ যোগ দিতে চান বা যোগ দিয়ে ফেলেছেন তাহলেও নতুনদের সাথে সাথে কর্মীরাও উপকৃত হবেন ইহা হইতে।



কী পাবেন এই ওয়েবসাইটে?


WB FIRE BRIGADE এ যেমন FIRE সম্পর্কে তথ্যাদি মিলবে তেমনি মিলবে FIRE সুরক্ষা সুনিশ্চিত করার তথ্যাদি ও কৌশল। তাছাড়াও থাকবে চাকুরির খবর ও তাহার ফলাফলের তারিখ সমূহ।




WB FIRE BRIGADE র উদ্দেশ্য?

পশ্চিমবঙ্গে বসবাসকারী জনগণ, দমকল কর্মচারী ও পরীক্ষাথীর্রা ফায়ার ব্রিগেড ( ফায়ার সার্ভিস) সম্পর্কে যাতে স্বচ্ছ ধারণা পায় ও আরও সজাগ হতে পারে ইহায় এই ওয়েবসাইট একমাত্র উদ্দেশ্য। ইংরেজিতে Google এ  অনেক তথ্য পাওয়া যাবে কিন্তু মাতৃ ভাষা বাংলায় পাওয়া দুষ্কর। পরাশনা বা যে কোনো জিনিস যদি মাতৃ ভাষায় শেখা যায় তাহলে সেটা যেমন সহজে বোধগম্য হবে, তেমন তার স্থায়িত্ব অনেক দিন থাকে।


জুড়ে থাকতে Follow করুন


ফায়ার ব্রিগেড সম্পর্কে কোন তথ্য প্রকাশ করতে চাইলে বা প্রকাশ করা তথ্য সম্পর্কে কোন মন্তব্য থাকলে বা যেকোন কারণে যোগাযোগ করতে পারেন admin@wbfirebrigade.in ও wbfirebrigate@gmail.com, এতবড় প্রচেষ্টাটি আপনাদের সাহায্য ছাড়া কখনই সম্ভব না। ন্যবাদ !