ফায়ার ব্রিগেডে আসতে চাইলে থাকতে হবে এই যোগ্যতা

যেভাবে ফায়ার সার্ভিসে আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে ঠিক তেমনি ফায়ার ব্রিগেডে কাজ করার ইচ্ছা মানুষের মধ্যে দিনকে দিন বাড়ছে। তবে মানুষের সচেতনতার অভাবে ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ইচ্ছা সফলতা অর্জন করতে পারছে না।


WB FIRE BRIGADE এর আজকের প্রচেষ্টা আপনার ইচ্ছা পূরণে সহায়তা করা। যেকোনো সার্ভিসে আবেদন করার পূর্বে সেই সার্ভিসের নিয়োগ পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি যদি জানা থাকে তাহলে প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হয়।


ওয়েস্ট বেঙ্গল ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের ফায়ার অপারেটর পদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত খুটিনাটি তথ্য নিম্নে দেওয়া হল।

ফায়ার অপারেটর পদের নিয়োগ পদ্ধতি


ফায়ার অপারেটর নিয়োগ পদ্ধতি


রিক্রুটমেন্ট বোর্ড - পাবলিক সার্ভিস কমিশন/পিএসসি

পে স্কেল - Rs - ৫৪০০ - ২৫২০০ with গ্রেড পে Rs ২৬০০ (P.B-2) বা বিস্তারিত জানতে দেখুন

ফায়ার ব্রিগেডে চাকরির নিয়োগ প্রক্রিয়া


নিয়োগ পদ্ধতি - মোট চারটি ধাপে পরীক্ষা হয়ে থাকে...
  1. লিখিত পরীক্ষা (written examination)
  2. শারীরিক মাপঝোক পরীক্ষা (physical measurement test)
  3. এন্ডুরেন্স টেস্ট (endurance test)
  4. ইন্টারভিউ (personality test)


লিখিত পরীক্ষা: মোট ৮০ নম্বরে পরীক্ষা হয়ে থাকে। প্রশ্নের ধরন MCQ টাইপ, ইংরেজি থেকে -২০, অঙ্ক থেকে -২০, জিকে থেকে -৪০ নম্বর।

ফায়ার ব্রিগেডে নিয়োগে শারীরিক যোগ্যতা


শারীরিক মাপঝোক পরীক্ষা: 

উচ্চতা (height) - সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১৬৭.৬ সেন্টিমিটার এবং রাজবংশী, পাহাড়ি উপজাতি, গোর্খা ও গারওয়ালিসর ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি বা ১৬০ সেন্টিমিটার।

বুক (chest) - উভয় প্রার্থীর ক্ষেত্রে ৩২ ইঞ্চি বা ৮১.৩ সেন্টিমিটার না ফুলিয়া এবং ফুলিয়ে ২ ইঞ্চি বা ৫ সেন্টিমিটার করতে হবে।

ওজন (weight) - ওজন উচ্চতা অনুসারে হতে হবে। খুব কম বা খুব বেশি হলে চলবে না।

এন্ডুরেন্স টেস্ট:  এন্ডুরেন্স টেস্টে শারীরিক সক্ষমতার যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হয় সেগুলি হল...
  1. ১০০০ মিটার দৌড় ৫ মিনিটে
  2. ২০ সেকেন্ড মই এ ওঠা
  3. ৬৩.৫ কেজির বালির বস্তা কাঁধে উঠিয়ে ৫০ মিটার যাওয়া
  4. ৩ তলার সমান সিঁড়িতে ১ মিনিটে ওঠা
  5. ঝুলন্ত দড়ি হাতের সাহায্যে বেয়ে ৬০ সেকেন্ডে ওঠা
  6. কম করে ১.২২ মিটার হাই জাম্প দেওয়া

ইন্টারভিউ:  ইন্টারভিউ হবে ২০ নম্বরে। নিম্নলিখিত সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে অতিরিক্ত নাম্বার...

সরকারি বা বেসরকারি দপ্তরে ১ বছরের ফায়ার ফাইটিং এর কাজে অভিজ্ঞতা থাকলে পেতে পারেন অতিরিক্ত ৫ নম্বর।


সরকার অনুমোদিত কোনো ক্লাব বা প্রতিষ্ঠান থেকে সাঁতার এর সার্টিফিকেট পেয়ে থাকলে পেতে পারেন অতিরিক্ত ২ নম্বর।


Civil, Electrical, Mechanical, Automobile Engineering এর সার্টিফিকেট থাকলে পেতে পারেন অতিরিক্ত ৩ নম্বর।

ফায়ার ব্রিগেডে নিয়োগে শিক্ষাগত যোগ্যতা কত লাগে?

বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর। SC/ST রা অতিরিক্ত ৫ বছর। OBC রা অতিরিক্ত ৩ বছর সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

তাছাড়া বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তারা বাংলা না জানলে চলবে।

আরও বিস্তারিত জানতে দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট WbPsc.Gov.In


Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন