ফায়ার কল বলতে কী বোঝায় | Fire Call Meaning

ফায়ার কল


ফায়ার ব্রিগেডে যদি চাকরি করার কথা ভাবছেন তাহলে ফায়ার সার্ভিসে ব্যবহৃত বেশ কিছু শব্দের মানে আপনার আগে থেকে জেনে রাখা ভালো। এই শব্দগুলি একজন ফায়ার ফাইটার বা দমকলকর্মীর পক্ষে জানা খুবই জরুরী। যাহা কিনা কোনো বই এ পাবেন না। Fire Call যার বাংলা অর্থ করলে হয় Fire অর্থাৎ আগুন বা অগ্নিকাণ্ড ও Call যার অর্থ ডাক, তলব বা আসিতে বলা।


ফায়ার কল



ফায়ার ব্রিগেড এ ফায়ার কল বলতে যখন একজন ফায়ার ম্যান দমকলকর্মী কোথাও আগুন লাগার খবর পায় তখন তাকে ফায়ার সার্ভিসের ভাষায় Fire Call বলে।


Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন