ফায়ার বেল
ফায়ার ব্রিগেড এ Fire Bell শব্দটি বহু প্রচলিত একটি শব্দ। যার দ্বারা ফায়ার ম্যান সেন্ট্রি ডিউটি চলাকালীন কোন ফায়ার কল পেলে তাহা ফায়ার বেল বাজিয়ে তার সহকর্মী ও পার্শ্ববর্তী এলাকা কে সজাগ করে।
ফায়ার বেলকে ফায়ার এলার্ম বেলও বলা হয়। Fire কথার অর্থ আগুন বা অগ্নিকাণ্ড ও Bell কথার অর্থ ঘন্টা বা ঘণ্টাধ্বনি। প্রত্যেকটি ফায়ার ব্রিগেড এর অফিসে দুধরনের বেল দেখা যায়। এক Fire Alarm Hooter যা কিনা ফায়ার স্টেশনের বাহিরে লাগানো থাকে। আরেকটি Fire Alarm Bell যা কিনা ফায়ার স্টেশনের ভেতরে লাগানো থাকে। Fire Alarm Hooter এর শব্দ Fire Alarm Bell এর শব্দের চেয়ে তুলনামূলক বেশি হয়।
ফায়ার আলার্ম বেল ও হুটার |
ভেতরের বেলটির আওয়াজ অনেকটা ঘন্টার ধ্বনির মতো হয় এবং বাহিরের বেলটির আওয়াজ অনেকটা অ্যাম্বুলেন্সের শব্দের মত হয়। ফায়ারম্যান এর ফায়ার বেল দেওয়ার অর্থ কোথাও আগুন লেগেছে ফায়ার ব্রিগেডের গাড়ি বেরোবে রাস্তা ফাঁকা করুন।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ