বহু প্রতিক্ষার পর শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এর লিডার প্রমোশনের এন্ডুরেন্স টেস্ট, ভাইভা ভস, প্রাক্টিক্যাল টেস্ট এর পরীক্ষার তারিখ ঘোষণা হলো। গত ১৫ জুলাই ২০২২ এক বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়।
২০১৮ সালের নিয়োগ প্রক্রিয়ায় কোর্টের স্থগিতাদেশের পর দমকল বিভাগে 'বিভাগীয় লিডার প্রমোশনের পরীক্ষা' নিয়ে এক অনিশ্চয়তা কাজ করছিল। গত ১৫ জুলাই ২০২২ এর বিজ্ঞপ্তির পর শেষমেশ তার অবসান ঘটল।
Endurance Test, Practical Test and Viva Vose Date for The Post Leader Under WBF&ES
নিম্নে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের লিডার প্রমোশনের পরীক্ষার স্থান, তারিখ, সময় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। তাছাড়া পরীক্ষার্থীকে কি পরে যেতে হবে, কি সঙ্গে নিয়ে যেতে হবে, কি কাগজপত্র লাগবে ইত্যাদিও জানানো হলো।
ফায়ার ব্রিগেড লিডার পরীক্ষার স্থান, তারিখ ও সময়
প্রত্যেক বারের মত পরীক্ষা হবে ইনস্টিটিউট অফ ফায়ার সার্ভিস (আইএফএস), বেহালাতে। প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল ৯ টাই উপরিক্ত স্থানে পৌঁছাতে হবে। পরীক্ষা হবে ২৬-শে জুলাই ২০২২ থেকে ৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
ডিভিশনের ভিত্তিতে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯৬২ জন ফায়ার অপারেটর এই লিডার প্রমোশনাল প্রসেসে অংশগ্রহণ করবেন। আনুমানিক ১ মাস ১০ দিন লাগবে তাহা সম্পন্ন হতে।
লিডার প্রমোশনাল প্রশেসের পরীক্ষার দিন
নিম্নে লিডার প্রমোশন প্রসেসে আবেদনকারীর ফর্ম নম্বর সহ পরীক্ষার তারিখ দেওয়া হলো।
Date | From Sl No. |
---|---|
26-July-2022 | 1 to 75 |
28-July-2022 | 76 to 150 |
05-Aug-2022 | 151 to 225 |
09-Aug-2022 | 226 to 300 |
11-Aug-2022 | 301 to 375 |
17-Aug-2022 | 376 to 450 |
22-Aug-2022 | 451 to 525 |
25-Aug-2022 | 526 to 600 |
29-Aug-2022 | 601 to 675 |
31-Aug-2022 | 676 to 750 |
02-Sep-2022 | 751 to 825 |
05-Sep-2022 | 826 to 900 |
06-Sep-2022 | 901 to 962 |
Reporting Time
প্রত্যেক ফায়ার অপারেটর কে পরীক্ষার একঘন্টা আগে আইএফএস, বেহালাতে পৌঁছাতে হবে। অর্থাৎ সকাল ৮-র মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য
প্রত্যেক পরীক্ষার্থীকে পরিচয় পত্র প্রমাণ স্বরূপ ডিপার্টমেন্টাল আইডি কার্ড বা যেকোনো বৈধ্য নথি সঙ্গে নিয়ে যেতে হবে। তাছাড়া হেলমেট, গামবুট, শর্ট প্যান্ট, রাউন্ড নেক টি-শাট, কেডস ও জুতো ইত্যাদি বহন করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ