ফায়ার ব্রিগেডে রোটেশন ডিউটি কী হয় | Rotation Duty in Fire Brigade

ফায়ার সার্ভিসে ব্যবহৃত অন্য একটি শব্দ Rotation Duty । Rotation কথার অর্থ পুনরাবৃত্তি পর্যায়। এই শব্দটি মূলত স্ট্যান্ড বাই ডিউটি ও সেন্ট্রি ডিউটি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আগেই জেনেছি প্রত্যেক ফায়ার ম্যান কে সেন্ট্রি ডিউটি করতে হয়, ঠিক তেমনি প্রত্যেক ফায়ার ম্যান কে স্ট্যান্ড বাই ডিউটিও করতে হয়।



রোটেশন ডিউটি / Rotation Duty

Rotation duty in fire brigade

এ দুটি ডিউটি করার পর একজন ফায়ারম্যান একদিন বা একবার সেন্ট্রি ডিউটি বা স্ট্যান্ড বাই ডিউটি করার পর বেশ কয়েকদিন তাকে আর সেই দুটি ডিউটি করতে হয় না। যে সময়টা তাকে সেন্টি বা স্ট্যান্ড বাই ডিউটি করতে হয় না, তার পরিবর্তে যারা সেন্ট্রি বা স্ট্যান্ডবাই ডিউটি করেনি তখন তাদের সেন্ট্রি বা স্ট্যান্ডবাই ডিউটি করতে হয়।


এককথায় ফায়ার ব্রিগেড এর ভাষায় রোটেশন ডিউটি বলতে যা বোঝায় তা হল, যখন যে ফায়ারম্যান এর সেন্ট্রি বা স্ট্যান্ডবাই ডিউটি পড়বে তখন তাকে যেতে হবে বা করতে হবে।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন