আগুন লাগলে করণীয় কি

  1. আগুন লাগলে সর্বপ্রথম যেটা করণীয় আতঙ্কিত হবেন না।
  2. দ্বিতীয়তঃ আগুনের প্রকোপ কতটা! ছোট ধরনের আগুন নাকি বড় ধরনের আগুন সেটা দেখুন।
  3. বোঝার চেষ্টা করুন এটি কি ধরনের আগুন।
  4. ছোট ধরনের আগুন হলে এক্সটিঙ্গুইসার বা জল দিয়ে নেভানোর চেষ্টা করুন।
  5. ইলেকট্রিক দ্বারা আগুন লাগলে এনসিবি বা মেইন সুইচ অফ করে দিন।
  6. গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে রেগুলেটর বন্ধ করার চেষ্টা করুন। যদি রেগুলেটের টি OFF করা সম্ভব না হয় তাহলে, সিলিন্ডারটি জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করুন। খেয়াল রাখবেন সিলিন্ডারটি যাতে কোনোভাবেই পড়ে না যায়।
  7. তাতেও যদি আগুন না নেভে বাড়ির আশেপাশের মানুষকে সতর্ক করুন।
    what to do incase of fire

  8. নিকটবর্তী দমকল কেন্দ্রে তৎক্ষণাৎ ফোন করুন।
  9. আর নম্বর জানা না থাকলে ১০১ এ ফোন করুন।
  10. ফোন করার সময় সঠিক ঠিকানা সহ ল্যান্ডমার্ক জানান।
  11. কি ধরনের আগুন গ্যাস দ্বারা, ইলেক্ট্রিক দ্বারা, পেট্রোল, কাঠ-কাপড়-তেল দ্বারা জানা থাকলে অবশ্যই জানান। তাতে দমকল সেই ধরনের সরঞ্জাম নিয়ে আসবে এবং আগুন কম সময় নিভে যাবে।
  12. আগুন লাগার স্থান যদি মেইন রোড থেকে অনেকটা ভেতরে হয়, তাহলে মেইন রোডে যেকোনো একজন থাকলে ভালো হয় তাতে দমকলের আগুন লাগার স্থানে পৌঁছাতে সুবিধা হয়।
  13. দমকলের কাজে সাহায্য করুন। নিজে থেকে কিছু করতে জাবেন না, তাতে জল ও সময় দুটিই অপচয় হবে, সঙ্গে আহত হওয়ার সম্ভাবনা।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন