বি এ সেট পরে কাজ করার সময় যে নিয়ম গুলি মানা উচিত | Breathing Apparatus

বি এ সেট পরার সঠিক নিয়ম কি তা আমারা আগেই জেনেছি। আজ জানব বিএসেট পরে কাজ করার বিশেষ কিছু নিয়ম। Ba set কে Breathing Apparatus বা Self Contained Breathing Apparatus বলে।



ব্রিদিং এপারেটাস পরে কাজ করার বিশেষ কিছু নিয়ম


  1. প্রথম ও প্রধান নিয়ম শুধুমাত্র অফিসার ইনচার্জ এর পরামর্শে বা নির্দেশে বিএসেট (ব্রিদিং এপারেটাস সেট) পড়া উচিত।
  2. কোনমতেই বিএসেট একা পড়ে উদ্ধারকার্যে বা সার্চিং এ যাওয়া উচিত না। কমপক্ষে দুইজন থাকা আবশ্যিক।
  3. বিএসেট পড়ে কর্মস্থলে প্রবেশের পর অসুস্থ বোধ করলে অপর বিএসেটধারিকে দ্রুত জানিয়ে কর্মস্থল থেকে যত শীঘ্র সম্ভব বাইরে বেরিয়ে আসতে হবে।
  4. দুজন মিলে একসাথে একে অপরের সহযোগে কাজ করতে হবে।
    ব্রিদিং এপারেটাস
    ব্রিদিং অ্যাপারেটাস

  5. কর্মস্থলে প্রবেশের পূর্বে প্রেসার গেজ (Pressure Gauge) ভালো করে পরীক্ষা করা উচিত। প্রেসার মোট প্রেসার এর ৮০ শতাংশ কম হওয়া উচিত না।
  6. কর্মস্থলে যদি বেশি কালো ধোঁয়া দেখা যায় সেক্ষেত্রে কোমরে লাইন (Rope) ও হাতে টর্চ নেওয়া উচিত।
  7. এবং যতটা সম্ভব একে অপরের কাছাকাছি থাকা উচিত।
  8. ওয়ার্নিং হুইসেল বাজছে কিনা দেখতে হবে।

উপরিক্ত নিয়ম গুলি যদি সঠিক ভাবে মানা যায় আশা করি ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) পরে কাজ করতে কোন প্রকার অসুবিধা হবে না।

বিএসেটে (ব্রিদিং এপারেটাস এ) প্রেসার গেজ চেক করার সঠিক নিয়ম না জানা থাকলে পড়ুন।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন