ডিসচার্জ হর্নের কাজ কি | Discharge Horn

ডিসচার্জ হর্ন সাধারণত কালো রঙের হয়ে থাকে। যাহা  Co2 টাইপ অগ্নিনির্বাপক যন্ত্রে থাকতে দেখা যায়। ডিসচার্জ হর্নের কাজ সম্পর্কে ফায়ার অপারেটর মৌখিক পরীক্ষায়ও আসতে শোনা যায়। কার্বন ডাই অক্সাইড অগ্নিনির্বাপক যন্ত্রে যে কারণে ডিসচার্জ হর্ন থাকে তা হল নিম্নরুপ।


ডিসচার্জ হর্নের কাজ ( Function of Discharge Horn)


ইহা Co2 টাইপ এক্সটিংগুইশার সিলিন্ডার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এর গতি কিছুটা হলেও কমায়। এবং বাহিরের বাতাসকে কার্বন ডাই অক্সাইড এর সাথে সহজে মিশতে দেয় না।


ডিসচার্জ হর্ন


মনে রাখতে হবে ডিসচার্জ হর্ন ছাড়া Co2 আগুনের উপর ব্যবহার করলে আগুন কমার পরিবর্তে আরো বেড়ে যাবে।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন