প্রি এন্ট্রি টেস্ট কি ভাবে করা হয় | BA Set Pre Entry Test | Breathing Apparatus Pre Entry Checks

পূর্বের আলোচনায় জানানো হয়েছে বিএসেট (Breathing Apparatus Set) পড়ে কোন দুর্ঘটনাস্থলে যাবার পূর্বে কি ধরনের টেস্ট করা উচিৎ। তার মধ্যে বিএসেট (ব্রিদিং অ্যাপারেটাস) এর যে তিন ধরনের টেস্ট এর কথা উল্লেখ করা হয়েছে যেমন হাই প্রেসার টেস্ট, লো প্রেসার টেস্ট এবং ফেস মাস্ক টেস্ট। এই ফেস মাস্ক টেস্টরেই আরেক নাম প্রি এন্ট্রি টেস্ট


প্রি-এন্ট্রি টেস্ট কথার অর্থ 


প্রি এন্ট্রি টেস্ট কথার অর্থ বিএসেট (ব্রিদিং এপারেটাস) পড়ে একজন ফায়ার ফাইটার দুর্ঘটনাস্থলে যাওয়ার আগে যে ধরনের খুঁটিনাটি বিএসেট সম্পর্কিত পরীক্ষা করে থাকে তাকে প্রি এন্ট্রি টেস্ট বলে। এই ধরনের পরীক্ষা দ্বারা প্রমাণ হয় যে বিএসেট টি আদৌ পরার উপযোগী কি না।



Breathing Apparatus Pre Entry Checks

Ba Set এর pre entry test গুলি যে পদ্ধতি করা হয় সে গুলি হল নিম্নরূপ
  1. এই টেস্ট করার জন্য প্রথমে বিএসেট যে পদ্ধতিতে পড়তে হয় সেই পদ্ধতিতে বিএসেট মাস্কের সহিত পড়তে হবে।
  2. তারপর সিলিন্ডার এর মেইন ভালভ ধীরে ধীরে খুলতে হবে।
  3. তার কিছুক্ষণ পর সিলিন্ডারের মেইন ভালব ধীরে ধীরে বন্ধ করতে হবে।
  4. এবং দেখতে হবে মেইন ভালব বন্ধ করার পরও শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে কিনা।
  5. যদি শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্ভব না হয় তার মানে ফেস মাস্ক ( Face Mask) ঠিক আছে। ফেস মাস্ক এর মধ্যে কোন প্রকার ছিদ্র নেই এবং ফেসমাস্ক সঠিকভাবে পড়া হয়েছে।
    ব্রিদিং অ্যাপারেটাস প্রি এন্ট্রি টেস্ট
    Ba Set Pre Entry Test


এই ব্রিদিং এপারেটাস টেস্ট দ্বারা নিশ্চিত হওয়া সম্ভব যে ফেস মাস্ক পড়ে কাজ করার সময় বাইরের বিষাক্ত গ্যাস বা ধোঁয়া ভেতরে প্রবেশ করতে পারবে না।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন