শুভ উদ্বোধন হল বর্ধমান জেলার নতুন ফায়ার স্টেশন

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ১৫৮ টি অগ্নিনির্বাপণ কেন্দ্র আছে তার মধ্যে পশ্চিম বর্ধমানে ৪-টি এবং পূর্ব বর্ধমানে ৬-টি।

বহু প্রতিক্ষার পর পূর্ব বর্ধমান জেলা পেল একটি নতুন ফায়ার স্টেশন। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ শে জুন, শুক্রবার, ২০২২, বেলা ১ টা নাগাদ তার শুভ উদ্বোধন করেন। নতুন ফায়ার স্টেশনের নাম দেওয়া হয়েছে পূর্বস্থলী অগ্নি নির্বাপন কেন্দ্র। এটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামের অন্তর্গত।


ইহা পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা প্রদানে এক নতুন সংযোজন। বর্তমানে পূর্ব বর্ধমানের মোট অগ্নিনির্বাপণ কেন্দ্রের সংখ্যা ৬ থেকে বের হল ৭ । এই একই দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন নতুন রূপে সজ্জিত মানিকতলা ফায়ার স্টেশনটিও।

bardhaman district new fire station purbasthali
Purbasthali Fire Station, Bardhaman

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন