দমকলে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে ১৫০০ দমকলকর্মী

দমকল বিভাগে যোগ দিতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য সুখবর। খুব শীঘ্রই বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসে। নিম্নে রইল তার বিস্তারিত তথ্য। এই ধরনের আরও তথ্য সবার আগে পেতে জুড়ে থাকুন www.WbFireBrigade.in এর সাথে।


পশ্চিমবঙ্গ ফায়ার ব্রিগেডের শূন্যপদ পূরণ

দমকল বিভাগের বিভিন্ন পদ মিলিয়ে এখনো বেশ কিছু শূন্যপদ রয়েছে, যে পরিমাণ দমকলকর্মীর 'ওয়েস্ট বেঙ্গল ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস' এর প্রয়োজন তার তুলনায় দমকল কর্মী অনেক কম। কিছুদিন আগে দমকল বিভাগে যে ১৪৫২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, তার পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পুর্ণ হয়েছে।


দমকল কর্মী নিয়োগের ঘোষণা

দমকল মন্ত্রী সুজিত বসু বিধানসভায় দমকল বিভাগের শূন্যপদ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জানান খুব শীঘ্রই দমকল বিভাগে ১৫০০ দমকল কর্মী নিয়োগ হবে। যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, এখন অপেক্ষা শুধু বিজ্ঞপ্তি প্রকাশের।

west bengal fire and emergency services recruitment news
ফায়ার ব্রিগেড রিক্রুটমেন্ট


কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তা এখনো ঠিক হয়নি। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য জেনে নিন দমকল বিভাগে নিয়োগের বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও অন্যান্য।

তাছাড়া নিম্নলিখিত বিষয় জানতে ক্লিক করুন...

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন