আগুন লাগলে কি করা উচিত - আমাদের চারিপাশে দাহ্য বস্তুর ছড়াছড়ি, কারণে অকারণে মাঝে মধ্যে তা থেকে আগুন লেগে যায়। তখন আমরা ঠিক বুঝতে পারি না সেই সময় কি করা উচিত এবং কি করা উচিত না।
তা নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা, ভালো লাগলে অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দেবেন। সতর্ক থাকুন আতঙ্কিত নয়।
West Bengal Fire Brigade Number |
আগুন লাগলে করণীয় কি:
- আগুন লাগার পরিস্থিতির সম্মুখীন হলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন।
- আপনার সাথে বসবাসকারী বা আশেপাশের সবাইকে সতর্ক করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ির বাইরে বেরিয়ে আসুন।
- লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।
- নিকটবর্তী দমকল কেন্দ্রে ফোন করুন নাম্বার না জানা থাকলে ১০১ এ ফোন করুন।
- ফোন করার সময় আপনার ফোন নাম্বার, পুরো ঠিকানা, ল্যান্ডমার্ক যা সবাই এক কথায় চেনে কি ধরনের আগুন (ইলেকট্রিক, গ্যাস, কেমিক্যাল দ্বারা) লেগেছে সেটা জানান। কোনো মানুষ আটকে পড়ে থাকলে সেটাও জানান এবং ফোনটি আপনার সঙ্গে রাখুন।
আগুন লাগলে কি করা উচিত না:
- বাড়িতে অনুপস্থিত থাকলে টিভি, ফ্রিজ, পাখা, এসি ইত্যাদি বন্ধ রাখুন।
- বাড়িতে গ্যাসের গন্ধ পেলে সুইচ বোর্ডে হাত দেবেন না প্রয়োজনে মোবাইলের আলো ব্যবহার করুন এবং ঘরের দরজা ও জানালা খুলে দিন।
- গ্যাস সিলিন্ডার জনিত আগুন লাগলে চেষ্টা করুন গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে আনার। সিলিন্ডারটি কোন মতেই পড়ে না যায় দাঁড় করিয়ে রাখুন। তাতে সিলিন্ডার বিস্ফোটিত হবে না। চারপাশে জল দিতে পারলে ভালো হয় বা সিলিন্ডারটি কোন জলাশয় যেমন কুয়া বা পুকুরে নিক্ষেপ করুন।
- বহুতলে বসবাস করলে লিফট কখনোই ব্যবহার করবেন না।
- বাড়ি যদি ধোঁয়ায় পরিপূর্ণ হয় এবং বাইরে বেরোনোর কোন জায়গা না থাকে তাহলে চেষ্টা করুন ঘরের মেঝের দিকে নিচু হয়ে থাকতে বা জানলার বাইরের দিকে মাথা নিচু করে রাখতে। জানলাগুলো খুলে বা ভেঙে দিন জাতে ধোঁয়া গুলি বাইরে বেরিয়ে যায়।
দমকল কর্মী দ্বারা হয়রান হলে কি করবেন জানতে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ