এসবিআই পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স

পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স স্কিম (Personal Accident Insurance Scheme)


আপনি যদি ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, যেখানে প্রাণহানি ও অন্যান্য দুর্ঘটনা হওয়ার সম্ভবনা অনেক বেশী এবং আপনি খোঁজ করছেন এমন এক অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স পলিসি যা আপনার পরবর্তীকালে আপনার পরিবারের স্বাভাবিক জীবন-যাপনে কোন বাধা সৃষ্টি না করে।


তার পাশাপাশি আপনি ভাবছেন পলিসি প্রেমিয়াম যাতে মিনিমাম হয়, ইন্স্যুরেন্স কোম্পানি যাতে ভালো হয় তাহলে Wb Fire Brigate এর আজকের প্রচেষ্টা আপনার কাছে প্রশংসনীয় হয়ে উঠতে পারে।


ভারতে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার যেভাবে বাড়ছে তাতে প্রত্যেক মানুষকেই অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স পলিসি নেওয়া উচিত। ইন্সুরেন্স সম্পর্কে বিস্তারিত যাওয়ার আগে জানা যাক এক্সিডেন্ট ইন্সুরেন্স ঠিক কি বা এক্সিডেন্ট ইন্সুরেন্স বলতে কী বোঝায়।

এসবিআই পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স
Personal Accident Insurance SBI




পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স এসবিআই (Personal Accident Insurance SBI)

ব্যক্তিগত দূর্ঘটনা বীমা - পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স হল বীমা কোম্পানি ও বীমাগ্রহীতার (যিনি পলিসি নিয়েছেন) মধ্যে হওয়া এক ধরনের চুক্তি। যার বিনিময়ে বিমাগ্রহীতা কে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা কোম্পানিকে প্রদান করতে হয়। যার বিনিময়ে বীমা কোম্পানি বিমাগ্রহীতার মৃত্যুর পর তার নমিনি বা পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে।

এখানে বীমাগ্রহীতার মৃত্যু বলতে দুর্ঘটনাজনিত মৃত্যু বা Accident death কে বোঝানো হয়েছে।

দুর্ঘটনা জনিত মৃত্যু বা Accidental Death

সাধারন মানুষ এক্সিডেন্টাল ডেথ বলতে শুধু গাড়ি বা ট্রেন দ্বারা ঘঠিত মৃত্যুকে এক্সিডেন্টাল ডেথ বলে মনে করে থাকে। কিন্তু এক্সিডেন্টাল ডেথ শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এককথায় এক্সিডেন্টাল ডেথ বলতে অপ্রত্যাশিত বা দুর্ঘটনাক্রমে মৃত্যুকে বোঝায়। যেমন জলে ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, ছাদ থেকে পড়ে যাওয়া, গলায় খাবার আটকে মৃত্যু, বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু, অফিস যেতে যেতে রাস্তায় মৃত্যু, গাড়ি-বাইক চালাতে চালাতে মৃত্যু, মাঠে খেলতে খেলতে মৃত্যু ইত্যাদি।


ধরা যাক আপনার বেতন কম। কিভাবে ১০০০ টাকা বছরে দিয়ে ২০ লক্ষ টাকার বীমা নিতে পারেন। নিম্নে বিস্তারিত দেওয়া হল।


এসবিআই (SBI) পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স

পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স স্কিম - সবচেয়ে কম টাকায় বীমা প্রদানকারী কম্পানি এসবিআই। বার্ষিক হাজার টাকার বিনিময়ে কোন কোম্পানি কুড়ি লক্ষ টাকার বীমা প্রদান করে না। ২০ লক্ষ টাকারই বীমা নিতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে ২ লক্ষ টাকারও বীমা নিতে পারেন।


পলিসির নাম - SBI পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স। এটি কে আমরা পাই (PAI) নামেও জেনে থাকি।


কারা আবেদন করতে পারবে - ভারতে স্থায়ী বসবাস কারি যে কোন ব্যক্তিই এই পলিসি করতে পারবে। এসবিআই ব্যাংকে একটি সেভিংস একাউন্ট বা কারেন্ট একাউন্ট চালু থাকলেই হবে।


বয়স সীমা - ১৮ থেকে ৬৫ বছর

পলিসি মেয়াদ - ১ বছর

প্রিমিয়াম কত দিতে হবে - বার্ষিক ১০০ টাকা থেকে শুরু। ১০০ টাকার বিনিময়ে ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা। তেমনি আপনি চাইলে ২০০, ৫০০, ১০০০ টাকার বীমা করতে পারেন। নিচের ছবিতে বিস্তারিত দেওয়া হল।

এসবিআই পার্সোনাল এক্সিডেন্ট ইন্সুরেন্স পলিসি প্রিমিয়াম
SBI Personal Accident Insurance Policy Premium




কী ভাবে আবেদন করবেন -
  1. ব্যাঙ্কে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করতে পারেন।
  2. অনলাইন ফর্ম ডাউনলোড করে, তারপর সেটা ফিলাপ করে ব্যাঙ্কে জমা দিতে পারেন। Sbi personal accident insurance form download
  3. Yono app বা Net Banking সাহায্যে ঘরে বসে অনলাইনেও করতে পারেন।

অনলাইনে কীভাবে করবেন?
  • YonoSbi app এ Log in করুন
  • Insurance এ ক্লিক করুন
  • Buy a policy
  • Personal Accident Insurance
  • নিচে দেওয়া চেক Box এ ক্লিক করুন
  • Next
  • Group Personal Accident Insurance
  • Get a quote
  • কত টাকার পলিসি নিতে চান পছন্দ করুন (১০০, ২০০, ৫০০, ১০০০)
  • Next
  • Personal details চেক করুন
  • Next
  • Details চেক করুন
  • Next
  • Nominee  add করুন
  • Bank account পছন্দ করুন
  • নিচে দেওয়া চেক Box এ ক্লিক করুন
  • Pay
  • Proceed
  • Otp দিন
  • Submit


ব্যতিক্রম

নিম্নলিখিত কারণ এর মধ্যে একটি তেও যদি পলিসি ধারক এর মৃত্যু হয় সে ক্ষেত্রে নমিনি বা তার পরিবার বিমারাশি দাবি বা Claim করতে পারবে না।

  1. আত্মহত্যা (Suicide)
  2. মদ্যক অবস্থায় গাড়ি চালানো (Drink and drive)
  3. গর্ভবতী অবস্থায় বা বাচ্চা জন্ম দেওয়ার সময়
  4. বিমান চালানো বা চালানো শেখার সময়
  5. বেআইনি কার্যকলাপ এর সঙ্গে যুক্ত থেকে যদি মৃত্যু হয়
  6. ঝুঁকিপূর্ণ বিনোদন বা খেলা যেখানে জীবনহানির আশঙ্কা থাকে সেখানে অংশ গ্রহণ করার ফলে
  7. পারমাণবিক ক্ষতি
  8. দাঙ্গায় অংশগ্রহণ করার ফলে মৃত্যু
  9. যুদ্ধক্ষেত্রে মৃত্যু
  10. অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু ইত্যাদি


তাছাড়া বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর...
১) পলিসি নেওয়ার জন্য কি কোন মেডিকেল টেস্ট (Pre-medical test) করতে হবে?
উ: না, প্রয়োজন নেই।

২) পলিসি গ্রহকের যদি মৃত্যু না হয় তাহলে কি পলিসির টাকা ফেরৎ পাওয়া যাবে?
উ: না।

৩) প্রত্যেক বছর কী রিনিউ করতে হবে?
: Auto renewal ইনস্ট্রাকশন দেওয়া থাকলে করতে হবে না। পর্যাপ্ত পরিমাণ টাকা অ্যাকাউন্টে থাকলেই হবে।

৪) ভারতের বাইরে মৃত্যু হলে কি Claim করা যাবে?
: হ্যাঁ যাবে।

৫) হার্ট অ্যাটাকে (Heart attack) মৃত্যু হলে কি টাকা পাওয়া যাবে?
উ: না পাবেন না।

৬) Tax Benefit পাওয়া যাবে কি?
উ: না।


বিশেষ দ্রষ্টব্য: পলিসি করার পূর্বে Policy Wording ভালো ভাবে দেখুন বা ব্যাঙ্ক কর্মী বা এসবিআই কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সন্তুষ্ট হলে তবেই পলিসি করবেন।


Sbi Personal Accident Insurance Customer Care Number

Phone number - 1800 102 1111 (9:30 AM to 5:30 PM)
Email address - customer.care@sbigeneral.in



Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন