West Bengal Fire Service Ranks

সাধারণ মানুষ ও দমকল বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস পদ নিয়ে একটা গভীর ধন্দ রয়েছে। Google বলুন বা Youtube বা Facebook কোথাও কোনো স্বচ্ছ তথ্য নেই এই ব্যাপারে। আমরা চেষ্টা করেছি একটি আনুমানিক ধারণা দিতে। ইহা সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন অনুসারে সাজানো হয়েছে, যাহা পরবর্তী কালে পরিবর্তন হলে সেই রুপ পরিবর্তন করা হবে।


ফায়ার ব্রিগেডের কর্মীদের কাজ কর্মকে দু-ভাবে আলাদা করা যেতে পারে, এক Operational Wing ও দুই Administrative Wing । Administrative wing এর মধ্যে আছে Head clerk, HCCA, UDC, LDC/Cashier/Typist, Group D/Peon । নিম্নে Operational Wing এর তালিকা দেওয়া হল।


West Bengal Fire Services Ranks


Director General (DG)
Additional Director General (ADG)
Director In Charge (DIC)
Deputy Director (DD)
Divisional Fire Officer (DO)
Station Officer
Sub Officer
Leader
FO (Fire Operator)
AFO (Auxiliary Fire Operator)


তাছাড়া আছেন Staff Car Driver,  FEOD (Fire Engine Operator Cum Driver), Cleaner Cum Attendant, Sweeper । তবে জেনে রাখা ভালো দমকল বিভাগে Leader ও FEOD পদটিকে সমান মর্যাদা দেওয়া হয়। আসা করি westbengal fire service rank নিয়ে আর কোনো ধন্দ নেয়। 

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন